অভিযোগ, দুই সন্তানকে কুয়োয় ফেলে দেন মা। নিজস্ব ছবি
সংবাদদাতা, পুরুলিয়া: নিজের দুই সন্তানকে কুয়োয় ফেলে খুন করার অভিযোগে গ্রেফতার হলেন মা চৈতালী কুণ্ডু।
পুরুলিয়া জেলার হুড়া থানার রোখেড়া গ্রামে নিজের সন্তানদের কুয়োয় ফেলে মা চৈতালির খুন করার এমন মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল জেলা জুড়ে। মূলত দাম্পত্য কলহের জেরেই এমন মর্মান্তিক পরিণতি বলে অনেকের মত।
ঘটনায় প্রকাশ, স্বামী-স্ত্রীর পারিবারিক ঝামেলার জেরেই গত শনিবার দুই সন্তানকে নিয়ে কুয়োতে মরণঝাঁপ দেন মা চৈতালি কুণ্ডু। ঘটনায় মা কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও কুয়োতেই মৃত্যু হয় ৮ বছর বয়সী অভিজিৎ ও ৫ বছর বয়সী রনজিতের। আর নিজের দুই সন্তানকে কুয়োয় ফেলে খুন করার অপরাধে স্বামী কৃপানাত কুন্ডুর করা অভিযোগের ভিত্তিতে হুড়া থানার পুলিশ গ্রেফতার করলো অভিযুক্ত চৈতালীকে।
জানা যায়, এ দিন অভিযুক্ত চৈতালী কুণ্ডুকে আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন: ২ সন্তান-সহ কুয়োয় ঝাঁপ মহিলার, পুরুলিয়ায় মর্মান্তিক ঘটনায় ঘনীভূত হচ্ছে রহস্য
Be First to Comment