Press "Enter" to skip to content

আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কার্যালয়ে ১০০ দিনের বকেয়া মজুরি দেওয়ার অনুষ্ঠান

অনুষ্ঠানের উদ্যোক্তা পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। নিজস্ব ছবি

 অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা:  আসানসোল আদালত চত্বরে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে ১৫ জন মহিলাকে একশো দিনের কাজের মজুরি দেওয়া হল ।

এই অনুষ্ঠানের উদ্যোক্তা পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। এদিনের উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, সহসভাধিপতি বিষ্ণুদেও নুনিয়া, অতিরিক্ত জেলাশাসক প্রশান্তরাজ শুক্লা-সহ অন্যান্য আধিকারিক ও জেলা পরিষদের সদস্য ও সদস্যারা।

এ দিন গোটা এলাকার মানুষের মধ্যে প্রচারের জন্য দু’টি ট্যাবলোর উদ্বোধন করা হয়। সবুজ পতাকা দেখিয়ে ট্যাবলো দু’টির উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি-সহ অন্যরা। এ ছাড়া এ দিন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের একটি ওয়েবসাইট চালু করা হল ।

এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি বলেন, রাজ্য সরকার যে মানুষের কথা সবসময় ভাবে, এটি তার সবচেয়ে বড় প্রমাণ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *