আসানসোল : পাচারের আগেই আসানসোলে আবারও গাঁজা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে দুপুর নাগাদ অভিযান চালিয়ে পুলিশ কমিশনারেটের ডিডি গোয়েন্দা বিভাগ ও আসানসোল দক্ষিন থানার পুলিশ পাচারের সময় ১০ কেজি গাঁজা আটক করল।
পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোলের কুমারপুর এলাকায় জিটি রোডে মনোজ সিনেমা হলের কাছে একটি স্কুটিতে একটি ব্যাগের মধ্যে ১০ টি প্যাকেটে ১০ কেজি গাঁজা পাচারের সময় পুলিশি অভিযানে ধরা পড়ে যায়। এলাকা থেকেই হাতেনাতে এক যুবতী সহ তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম হল অনিল কুমার সিং জামুরিয়া থানার বটতলা নামোপাড়া , নেহা আধিকারি জামুড়িয়ার বোগড়াচটি ও অরুনেশ চৌধুরী কুলটির শিমুল গ্রামের বাসিন্দা।
শনিবার ধৃতদেরকে আসানসোল আদালতে পেশ করে, পুলিশের তরফে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়।

এই ১০ কেজি গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিন থানার পুলিশ ও গোয়েন্দা দপ্তর। পুলিশের অনুমান, এই গাঁজা পাচারের সঙ্গে বড় কোনও চক্র জড়িত আছে।
প্রসঙ্গত, দিন কয়েক আগে প্রায় ১ কুইন্টাল গাঁজা সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার আবারও সেই গাঁজা পাচার, ছিনতাই ফেলেছে পুলিসকে ।




Be First to Comment