প্রবোধ দাস, পুরুলিয়া: আসন্ন লোকসভা নির্বাচনে প্রাক্কালে দলবদলের খেলায় মেতেছেন রাজনৈতিক দলের নেতারা। একই রকম ভাবে আজ পুরুলিয়া জেলার বিজেপি কার্যালয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায়।
এ দিন তাঁকে যোগদান করান লোকসভা কেন্দ্রের পুরুলিয়া বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। উত্তমবাবু এই যোগদানের পরে বলেন, “তৃণমূল কংগ্রেস দলটি হল অত্যাচারী দল, নারীদের সম্মানহানি করা দল, চোরদের দল। আর এবারের তৃণমূল কংগ্রেসের যাকে প্রার্থী করা হয়েছে, সেই শান্তিরাম মাহাতো দুর্নীতিগ্রস্ত একজন ব্যক্তি। তাই তারই তীব্র প্রতিবাদ জানিয়ে এবং আমি স্বেচ্ছায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম।”
অন্য দিকে, বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “তৃণমূল কংগ্রেসের দলটির পায়ের তলার মাটি সরে গেছে। তাই আর ওই দলে কেউ থাকতে চাইছে না। একে একে সকলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের দলে যোগদান করছেন। আমরা সাধুবাদ জানাই তাঁদেরকে যারা চোরেদের দল থেকে নিজেদেরকে মুক্ত রাখতে আমাদের দলে যোগদান করছে।”
এ দিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো বলেন, “উনি দলবদলু ব্যক্তি। অযোগ্য ব্যক্তি। তাই ওঁর যোগদানে তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হবে না। বরঞ্চে উপকারই হয়েছে।”
Be First to Comment