প্রবোধ দাস, পুরুলিয়া: লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনগণকে সচেতন করতে, নিজের ভোট নিজে দিন, নির্ভয়ে ভোট দিন এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও বসন্ত উৎসব পালন করল পুরুলিয়া জেলা প্রশাসন।
পুরুলিয়ার-২ ব্লকের অন্তর্গত ডুবকিডি তপোবন এলাকায় শুক্রবার প্রায় দুপুর একটা নাগাদ অনুষ্ঠানের উদ্বোধন করেন পুরুলিয়া জেলাশাসক রজত নন্দা, উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক রাজেশ রাঠোর, পুরুলিয়া-২ ব্লকের বিডিও-সহ জেলা নির্বাচন দফতর ও জেলা প্রশাসনের আধিকারিকরা।
চারিদিকে পলাশবনের মাঝে জেলা নির্বাচন দফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানে স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে মানববন্ধন করার পাশাপাশি তাঁদের নিজেদের ভোট নিজেদের দিতে এবং নির্ভয়ে ভোট দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
পুরুলিয়া জেলাশাসক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আজকের এই মানববন্ধনের মূল উদ্দেশ্য নিজের ভোট নিজে দিন নির্ভয়ে ভোট দিন, সকাল সকাল ভোট দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে মানুষকে সচেতন করা হচ্ছে নির্বাচনে একদিকে যেমন অংশগ্রহণ করার কথা বলা হচ্ছে অন্যদিকে তেমনি এই নির্বাচনের মাধ্যমে নির্ভয়ে জনসভায় নিজের ভোট দানে অংশ নেয়। একইসঙ্গে বসন্ত উৎসব ও পালন করা হলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। পলাশ ফুলের লাল রঙে বসন্ত উৎসব আরও উজ্জ্বলময় হয়ে উঠে।
Be First to Comment