কুলটি : প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য কুলটিতে।
জানা গেলো, গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানার পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ যৌথভাবে অভিযান চালায় কুলটিতে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর। সেখানে একটি গাড়ি থেকে প্রায় ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এত পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি কুলটি জাভেদ হোসেন জানান, প্রায় ৯০ কেজি গাজা সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।





Be First to Comment