প্রবোধ দাস, পুরুলিয়া: রবিবার পুরুলিয়া জেলার লধুড়কা শিব মন্দির প্রাঙ্গণে লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের পুরুলিয়ার প্রার্থী শান্তিরাম মাহাতোর প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১টা নাগাদ তিনি এই লধুড়কা ময়দানে সভা করে জনগণের উদ্দেশে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতোকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাবেন।
সভায় ভিড় জমাতে কোনো খামতি রাখছে না শাসকদল। প্রচারে এসে মুখ্যমন্ত্রী জনগণের উদ্দেশে কী কী সুবিধা দিয়েছেন এবং দিতে পারেন তার জন্য তিনি তাঁর বক্তব্য রাখবেন বলে মনে করছেন নেতৃত্ব। এ দিকে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা দফায়, দফায় মাঠ পরিদর্শন করছেন।
পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মাহাতোকে জয়যুক্ত করার লক্ষ্যে এই নির্বাচনী প্রচারে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, অপরদিকে পুরুলিয়া জেলার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর নির্বাচনী প্রচারে আসবেন নরেন্দ্র মোদী বলে জানা যায়। এবং নির্বাচনে প্রচারে এসে তিনি জ্যোতির্ময় সিং মাহাতোকে ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করার জন্য আহ্বান জানাবেন এমনটা জানিয়েছেন বিজেপির পক্ষ থেকে।

বিজেপির দাবি, কেন্দ্র থেকে পুরুলিয়া জেলার উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হলো সেই অর্থ জনগণের স্বার্থে লাগছে না। তৃণমূল কংগ্রেসের নেতারা কোনো হিসাব দিতে পারছেন না। দীর্ঘদিনের সমস্যা পুরুলিয়ায় পানীয় জল। আর এই পানীয় জল সমস্যা মেটানোর জন্য কেন্দ্র অর্থ বরাদ্দ করলেও এখনও পর্যন্ত বাড়ি বাড়ি জল সরবরাহের কাজ খুব একটা এগোয়নি বলে বিজেপির অভিযোগ।
তবে, হুড়া ব্লক সভাপতি প্রসেনজিৎ মাহাতো বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জনদরদি, জনগণের কথা মাথায় রেখে লক্ষী ভান্ডার প্রত্যেকটি মা-বোনদের কাজে লাগছে। তিনি জনগণের জন্য ২৪ ঘন্টা কাজ করে চলেছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব রকম সুবিধা দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী। তাই আমরা জানি আমাদের প্রার্থী শান্তিরাম মাহাতো বিপুল ভোটে জয় লাভ করবেন। অপরদিকে জনদরদি আমাদের দিদি পুরুলিয়া এসে আমাদের এবং জনগণের মনোবলকে আরো বাড়িয়ে তুলবেন এটা ১০০% গ্যারান্টি। “




Be First to Comment