উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে সারা রাজ্য জুড়ে সদস্য অভিযানে নেমেছে বিজেপি।
সেই কর্মসূচিকে সামনে রেখে শনিবার বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার উদ্যোগে জয়নগর-১ নম্বর ব্লকের হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গোড়ের হাটে বিজেপির সদস্য অভিযানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা, বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর, জেলা সম্পাদক অলক হালদার, রাজ্য কমিটির সদস্য সত্যপ্রিয় চক্রবর্তী, দেবতোষ আচার্য-সহ আরও অনেকে।
এ দিন হরিনারায়নপুর পঞ্চায়েত এলাকার বহু মানুষ বিজেপির সদস্য পদ গ্রহণ করেন।
Be First to Comment