সাংস্কৃতিক গোষ্ঠী ও শিল্পীরা অংশ নেন। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: আসানসোল বইমেলায় রবিবার জন্ম শতবর্ষে প্রখ্যাত গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক সলিল চৌধুরীকে স্মরণ করা হল। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জানানো হল শ্রদ্ধাও। হল বর্ণাঢ্য শোভাযাত্রা। সমগ্র অনুষ্ঠানটির আয়োজনে ছিল সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটি ২০২৪-২৫।
এ দিন দুপুর ২টো নাগাদ আসানসোল জেলা গ্রন্থাগার লাগোয়া সংহতি মুক্ত মঞ্চ থেকে বিভিন্ন ট্যাবলো সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়। সেই শোভাযাত্রায় আসানসোল কালচারাল ফ্রন্ট, রবীন্দ্র চর্চা, ভালোবাসার পরশ, উড়ান, মুক্তবিহঙ্গ সুরছন্দম, সুভাষ সমিতি, ছেঁড়াপাতা-সহ একাধিক সাংস্কৃতিক গোষ্ঠী ও সংগঠনের সদস্য ও সদস্যরা অংশ নেন।
বিকেল ৪টে নাগাদ এই শোভাযাত্রা বিএনআর, ভগৎ সিং মোড়, বার্নপুর রোড, কোর্ট মোড়, চিত্রা মোড় হয়ে আসানসোল পোলো গ্রাউন্ডে আসানসোল বইমেলায় এসে শেষ হয়। বইমেলা প্রাঙ্গণে একটি মানববন্ধন করে একটি গানের সঙ্গে নৃত্যের মাধ্যমে সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানানো হয়। এর পরে মুল মঞ্চে শুরু সাংস্কৃতিক অনুষ্ঠান। আসানসোল শহর তথা শিল্পাঞ্চলের সাংস্কৃতিক গোষ্ঠী ও শিল্পীরা অংশ নেন।
Be First to Comment