কুলটি : আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির কল্যানেশ্বরীতে মোবাইল ফোন ও ফোনের সামগ্রী বিক্রির একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল।
জানা গেছে, গভীর রাতে বন্ধ থাকা দোকানের ছাদ ফুটো করে চোরেরা দোকানের ভেতরে ঢুকে লুঠপাট চালায়।প্রায় দু লক্ষ টাকার জিনিস পত্র লুঠ করে দুষ্কৃতিরা। গোটা চুরির ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এই চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে। তবে চোর বা চুরি যাওয়া জিনিসের কোনখোঁজ মেলেনি বলে জানা গেছে ।

দোকানের মালিক জয়ন্ত সেন বলেন, “সোমবার সন্ধ্যায় আমার শরীর খারাপ ছিল। তাই দোকান খুলিনি। মঙ্গলবার সকালে দোকান খুলি। সেই সময় দেখি দোকানের ছাদে ফুটো। দোকানের ভেতরে জিনিস পত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে। সমস্ত দামি দামি জিনিস পত্র দোকানে নেই। প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে আমাকে”।
চোরেরা দোকানের ছাদ কেটে দামি দামি মোবাইল ফোন, ক্যামরা, হেডফোন, সিম কার্ড, লেপটপ সহ আরো অনেক জিনিস পত্র নিয়ে গেছে বলে জানান জয়ন্তবাবু।
তিনি আরও বলেন, চোরেরা তার দোকানের মোবাইল ফোনে সিম কার্ড দিয়ে ব্যবহার করছে। সবকিছু পুলিশকে জানিয়েছেন।এদিকে, এই চুরির ঘটনার জেরে আতঙ্কের মধ্যে রয়েছেন কল্যানেশ্বরী এলাকার ব্যবসায়ীরা।পুলিশ জানায়, চুরির ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।




Be First to Comment