অনলাইন কোলফিল্ড টাইমস: বারাবনি এলাকায় বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে কয়লা খাদান বন্ধের দাবিতে বিজেপির জেলা সভাপতি বাপ্পা মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির কর্মীরা বারাবনি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তারপরে বারাবনি থানার আধিকারিককে স্মারকলিপি জমা দেন।
বিজেপির জেলা সভাপতি জানান, বারাবনি থানার বিভিন্ন জায়গায় অবৈধ কয়লা খাদানের জন্য অনেকের প্রাণহানির ঘটনা ঘটেছে। তাই বারাবনির থানার পুলিশের কাছে আবেদন, অবৈধভাবে কয়লা খাদান বন্ধের ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করুন এবং অবৈধ কয়লা খাদান বন্ধের জন্য ইসিএলের জিএম থেকে শুরু করে সিআইএসএফের আধিকারিকদের সাথে তারা আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আবেদন করেন।
বিজেপির দাবি, অবিলম্বে পুলিশ প্রশাসন পদক্ষেপ গ্রহণ করে অবৈধ কয়লা খাদান বন্ধ করতে হবে।
Be First to Comment