অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবেন? এই নিয়ে ধোঁয়াশা বুধবার বিকেল পর্যন্ত কাটেনি। বলতে গেলে যত সময় যাচ্ছে, ততই প্রার্থী হওয়া নিয়ে জল্পনা বাড়ছে পদ্ম শিবিরের খবর, আসানসোলের প্রার্থী হওয়ার দৌড়ে অনেকেই আছেন।
আসানসোলে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চালাচ্ছে বিজেপি । কিন্তু আসানসোলে বিজেপির প্রার্থী কে সেই নিয়ে চলছে জোর জল্পনা, প্রার্থী হওয়ার দৌড়ে অনেক নেতার নাম উঠে আসছে । বিজেপি মহলে জল্পনা, আসানসোল থেকে ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংকে প্রার্থী করা হতে পারে । এর পাশাপাশি গায়ক অরিজিত সিং, মিঠুন চক্রবর্তী, জিতেন্দ্র তিওয়ারি, অগ্নিমিত্রা পাল, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় , সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নামও উঠে আসছে ।
বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার রাতে দিল্লিতে দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা নিয়ে একটা বৈঠক হয়। সেখানে ১৫০ টি কেন্দ্রের প্রার্থীর নাম নিয়ে চূড়ান্ত আলোচনা করা হয়েছে। যার মধ্যে বাংলার বাকি কেন্দ্রগুলোর প্রার্থীর নাম নিয়েও আলোচনা করা হয়েছে ।
ওই বৈঠকে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম আসানসোল কেন্দ্রের জন্য ওঠায় তাঁকে যে এ বারে দুর্গাপুর থেকে প্রার্থী করা হচ্ছে না, তা পরিষ্কার।
এদিকে, এদিনই আসানসোলের লড়াই থেকে সরে দাঁড়ানো ভোজপুরি গায়ক নায়ক পবন সিং সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তাতে তিনি বলেছেন, “আমি সমাজ, জনতা, জনার্দন ও মাকে দেওয়া কথা পুরো করতে নির্বাচনে লড়াই করবো। তাই আপনাদের সবার আশীর্বাদ ও সহযোগিতার অপেক্ষায় রয়েছি।”
তবে তিনি আসানসোলে লড়াই করার কথা এই পোস্টে উল্লেখ করেননি। তিনি না কি লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য বিহারের কোনো কেন্দ্র থেকে হয়তো প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর কাছে করেছেন।
আসানসোলে প্রার্থী হওয়ার দৌড়ে তাঁর নাম উঠে আসায় বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “আমি বিজেপির সদস্য ও একজন সক্রিয় কর্মী। টিকিটের জন্য কোনো নির্বাচনী দৌড়ে আমি নেই। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো তাড়াও নেই আমার ।:
তিনি আরও বলেন, “দল আমাকে যে দায়িত্বই দিয়েছে, সবার আগে সে দায়িত্ব পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করছি এবং করব। দলের আদেশ এবং সিদ্ধান্ত আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ । যেগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে।” তিনি বলেন যে, বিজেপি সবসময় এইসব তৃণমূলের গুন্ডা এবং তাদের নৃশংসতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
অন্য দিকে, বিজেপির রাজ্য কমিটির এক নেতা বুধবার বিকেলে বলেন, আসানসোল কেন্দ্রটি দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই কেন্দ্রে এমন একজনকে প্রার্থী করা হবে, যিনি রাজ্যের শাসক দলের প্রার্থীর সঙ্গে লড়াই করে ২০১৪ ও ২০১৯ সালের মতো যাতে ফল করতে পারেন।
প্রসঙ্গত, ২০১৪ ও ২০১৯ সালে বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয় আসানসোল কেন্দ্র থেকে জিতে কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন। পরে ২০২২ সালে আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা প্রায় তিন লক্ষ ভোটে অগ্নিমিত্রা পালকে হারিয়ে দেন ।
এখন দেখার, শেষ পর্যন্ত বিজেপি নেতৃত্ব আসানসোল কেন্দ্রে কাকে প্রার্থী করেন।
Be First to Comment