কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেনজির বিবাদের জের। মেডিক্যালে ভর্তি সংক্রান্ত সমস্ত মামলা সরানো হল সুপ্রিম কোর্টে। সোমবার (২৯ জানুয়ারি, ২০২৪) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্ব পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল, মেডিক্যালে ভর্তি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হবে সর্বোচ্চ আদালতে।
কলকাতা হাইকোর্টে মেডিক্যালে ভর্তি সংক্রান্ত ওই মামলাটি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পরে সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। পরে সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজ করে দেয়। আর এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষোভ উগরে দেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে।
Be First to Comment