অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, জামুরিয়া: উল্কাপাতের খবর ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার ইকরা শিল্পতালুকে।
পরে শেষমেষ জানা গেল, না কোনো উল্কাপাতের ঘটনা নয়। লাগোয়া এলাকায় থাকা গ্রেট ইস্টার্ন নামের এক রোলিং মিল কারখানায় আরপিএম মোটর-এর হুইল খুলে গিয়ে ওই রোলিং মিলের চাল ফুঁড়ে জামুরিয়ার তিনটি পৃথক স্থানে তা ছিটকে পড়ে। এর ফলে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা।
এই ঘটনায় ইকরা গ্রাম এলাকার বাউড়িপাড়ার অমর বাদ্যকর নামের এক ব্যক্তির বাড়ির উঠোনে আছড়ে পড়ে সেই যন্ত্রাংশ । এই ঘটনায় তার মেয়ে বছর ১৮ ঝুলন বাদ্যকর গুরুতরভাবে আহত হয়। তার শরীরের কিছু অংশ আঘাতপ্রাপ্ত হয় । পরে দ্রুত তাকে স্থানীয় আকলপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এর পাশাপাশি প্রতিবেশী অনিল বাদ্যকর-এর বাড়ির ছাদে ওই যন্ত্রাংশটি আঘাতপ্রাপ্ত হয়ে ছিটকে পড়ে অমর বদ্যাকরের বাড়ির উঠোনে।
যদিও প্রথমদিকে এই ঘটনাটি উল্কাপাতের ঘটনা বলে চারিদিকে গুজব রটে যায়, পরে অবশ্য যন্ত্রাংশ ছিটকে পড়ার খবর সামনে চলে আসে।
ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী ঘিরে রেখেছে এলাকাটিকে। কিভাবে এই ঘটনা ঘটলো এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষজনদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, সেই সকল নিয়েই চলছে এখন জোর আলোচনা।
জানা গেছে, ইকরা এলাকাতেই নয়, ইকরার রাজা রামডাঙ্গা ও জাদুডাঙ্গা এলাকাতেও এই কারখানার যন্ত্রাংশ ছিটকে পড়ে ।
সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু মানুষজনের বাড়ি ঘর। বর্তমানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে সরেজমিনে ঘটনার তদন্ত শুরু করেছেন।
এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ওই গ্রেট ইস্টার্ন কারখানার সামনেই রাস্তা অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার মানুষ ।
এদিকে কারখানার ভেতরে গিয়ে দেখা যায়, ওই কারখানার যন্ত্রাংশ উড়ে তিনটি পাটে ছিটকে গিয়েছে। এই ঘটনার পরপরই বিক্ষুব্ধ মানুষজন ওই কারখানার চত্বরে ঢুকে ব্যাপকভাবে ক্ষোভ ব্যক্ত করে।
চলে ব্যাপক ভাঙচুর।
এ মুহূর্তে কারখানা ছেড়ে পালিয়েছে সকলেই, পুলিশের বিশাল বাহিনী মোতায়ন রয়েছে ওই কারখানায়। গ্রামবাসীরা ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটে বিক্ষোভ দেখাচ্ছে।




Be First to Comment