Press "Enter" to skip to content

মালদহ, বীরভূম ও পূর্ব বর্ধমানের জনসভা শেষে দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুর : প্রথমে মালদহ। পরে বীরভূম ও পুর্ব বর্ধমানে পরপর তিনটি নির্বাচনী জনসভা সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকালে চপারে দুর্গাপুরে এলেন। পূর্ব বর্ধমানের ভাতার থেকে চপারে দুর্গাপুরের সিটি সেন্টারের গান্ধী মোড়ের ডিএমসি ময়দানে আসেন মুখ্যমন্ত্রী।

দলনেত্রীকে স্বাগত জানাতে এদিন বিকেলে অস্থায়ী হেলিপ্যাডে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।

গান্ধী মোড়ের ডিএমসি ময়দানের হেলিপ্যাড থেকে গাড়িতে মুখ্যমন্ত্রী আসেন সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে। হেলিপ্যাড থেকে সিটি সেন্টারের হোটেল পর্যন্ত মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা রাস্তার দু’পাশে জড়ো হয়েছিলেন। তাঁরা মুখ্যমন্ত্রীকে দেখে স্লোগান দেন। মুখ্যমন্ত্রীও তাঁদেরকে দেখে গাড়ি থেকে হাত নাড়েন।

জানা গেছে, দুর্গাপুরের এই হোটেলে তিনি মঙ্গলবার রাত্রিবাস করবেন। এখান থেকেই বুধবার দুপুর ১টা নাগাদ পূর্ব বর্ধমানের গলসি বিধানসভা কেন্দ্রের বুদবুদে দূর্গাপুর বর্ধমান কেন্দ্রের দলের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে নির্বাচনী জনসভা করতে যাবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সূত্রে জানা গেছে, আগামী ২৭ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে কুলটি ও আসানসোলে দুটি জনসভা করবেন। প্রথম সভাটি দুপুরে হবে কুলটিতে। দ্বিতীয়টি হবে বিকেলে আসানসোলে।

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *