Press "Enter" to skip to content

বিশ্ব বই দিবসে কলেজ স্ট্রিটের ছবি

কলকাতা: মঙ্গলবার, ২৩ এপ্রিল, বিশ্ব বই এবং কপিরাইট দিবস। রাষ্ট্রসঙ্ঘের উদ্যোগে ১৯৯৫ সাল থেকে প্রতি বছর এই দিনটি পালন করা হয়।

২৩ এপ্রিল ১৯৯৫ সালে ইউনেস্কো প্রথমবারের মত বিশ্ব বই দিবস উপযাপন করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়ে আসছে। [মঙ্গলবার কলেজ স্ট্রিটের এই ছবিটি তুলেছেন রাজীব বসু]

বিশ্ব বই দিবসের মূল ধারণাটি আসে স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে। ১৬১৬ সালের ২৩ এপ্রিল মারা যান স্পেনের সবচেয়ে বিখ্যাত লেখক মিগেল দে সেরভান্তেস। [মঙ্গলবার কলেজ স্ট্রিটের এই ছবিটি তুলেছেন রাজীব বসু]

সাহিত্য জগতের তিন কিংবদন্তী উইলিয়াম শেকসপিয়ার, মিগেল দে থের্ভান্তেস ও ইনকা গার্সিলাসো দে ভেগার প্রয়াণ দিবস এই ২৩ এপ্রিল। [মঙ্গলবার কলেজ স্ট্রিটের এই ছবিটি তুলেছেন রাজীব বসু]

জানা যায়, ১৯২৩ সাল থেকে প্রতিবছর ২৩ এপ্রিল স্পেনে পালিত হয়ে আসছিল বই দিবস। ১৯৯৫ সালে ইউনেস্কো দিনটিকে বিশ্ব বই দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং পালন করতে শুরু করে। সে থেকেই বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়ে আসছে। [মঙ্গলবার কলেজ স্ট্রিটের এই ছবিটি তুলেছেন রাজীব বসু]

বিশ্বের বিভিন্ন জায়গায় এই দিনটিতে র‍্যালি, পাঠাভ্যাসের গুরুত্ববিষয়ক আলোচনা, দেয়ালপত্রিকা প্রকাশ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে এই দিনটি উদ্‌যাপনে খুব একটা তোড়জোড় চোখে পড়ে না। [মঙ্গলবার কলেজ স্ট্রিটের এই ছবিটি তুলেছেন রাজীব বসু]

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *