অনলাইন কোলফিল্ড টাইমস: স্বাধীনতার দিবসের আগে, মধ্যরাতে নারী স্বাধীনতার ডাক। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার ঠিক রাত ১২টা বাজতে পাঁচে, বিভিন্ন জায়গার জমায়েত ঘিরে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে দক্ষিণবঙ্গের বৃহত্তর কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলা শহর এবং মফফসলের ছড়িয়ে পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্টে লেখা হয়েছে, ‘স্বাধীনতার জন্য: মেয়েরা রাত দখল করো কর্মসূচি’র কথা। প্রথমে শুধুমাত্র একাডেমী, কলেজ স্ট্রিট এবং যাদবপুরের মতো তিনটি জায়গায় এই কর্মসূচি পালনের কথা বলা হলেও এখন তা ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। কলকাতার বিভিন্ন জায়গার পাশাপাশি জেলাগুলিতেও জমায়েত হবে বলে প্রচার চলেছে সোশ্যাল মিডিয়ায়।
আপাতত যা খবর, প্রাক-স্বাধীনতার রাতে, রাজ্য জুড়ে এই বিশাল অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে। জমায়েতের ক্ষেত্রে সমর্থকদের উদ্দেশে রাজনৈতিক সংগঠনের পতাকা ব্যবহার করতে নিষেধ করেছে রাজনৈতিক দলগুলি। আবার কোথাও বলা হয়েছে ‘রাজনৈতিক স্লোগান’ দেওয়া যাবে না বলেও নিষেধ করেছে তারা।

তবে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। বিরোধী বামফ্রন্ট এবং বিজেপির পাশাপাশি শাসক দল তৃণমূলের বেশ কয়েকজন নেতানেত্রী এই কর্মসূচিতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ফলে, কার্যত ‘অরাজনৈতিক’ এই আন্দোলনে লেগে গিয়েছে রাজনীতির রং। সিপিএমের ছাত্র-যুব-মহিলারা সরাসরি আরজি করের মঞ্চে মেয়েদের এই কর্মসূচি করবেন। তা ইতিমধ্যেই জানিয়েছেন দলীয় নেতৃত্ব।
যে রাতে ভারত স্বাধীন হয়েছিল, এ বার সেই রাতেই নারী স্বাধীনতার ডাক। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করেই এই কর্মসূচির আহ্বান। বুধবার, ঠিক রাত ১১.৫৫-এ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি ডাকা হয়েছে। জেলার কোনো কোনো জায়গায় ভিন্ন সময়ের কথাও জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রচারে এটাও বলা হয়েছে, শুধু মহিলারা নন, পুরুষেরা অংশ নেবেন।




Be First to Comment