সোমবার হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ছবি: রাজীব বসু
অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: আজ, মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ইস্তফা দেওয়ার কথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এ দিনই রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠাবেন তিনি। ইস্তফা দেওয়ার পরে সাংবাদিক বৈঠক করবেন বিচারপতি। জানা গেলেও যেতে পারে, বিচারপতি পদ ছাড়ার পর কোন দলে যোগ দিচ্ছেন তিনি?
রবিবারই অভিজিৎ জানিয়ে দেন, “মঙ্গলবার দেড়টার সময় কোর্টে মাষ্টারদা সূর্যসেন মূর্তির নীচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর দেব।” ফলে কী বলবেন, কতটুকু বলবেন, সে দিকে তাকিয়ে রয়েছে নানা পক্ষ, নানা দিকে থেকে, নানা ভাবে।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “একজন বিচারপতি হিসাবে আমার সম্মানীয় দায়িত্ব শেষ। এবার আমি বৃহৎ জনগণের স্বার্থে কাজ করতে চাই, বৃহৎ ক্ষেত্রে কাজ করতে চাই। আমার মনে হয় একমাত্র রাজনীতির মাধ্যমেই এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে।”
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একের পর এক রায়ে বিপাকে পড়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। ঘটনার গতিপ্রকৃতি বলছে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। বিজেপিতে যোগ দেওয়ার পর পূর্ব মেদিনীপুরের তমলুক অথবা উত্তর ২৪ পরগনার বারাসত কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় এখনও নিজে মুখে বিষয়টি স্পষ্ট করেননি। যদিও স্পষ্ট করে জানিয়েছিলেন যে তৃণমূলে যাওয়ার কোনও প্রশ্ন নেই। তাহলে কোন দল? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে উঠে এসেছিল সিপিএম, কংগ্রেস, বিজেপির কথা। তারই সঙ্গে বলেছিলেন আরও একাধিক ছোটদলও রয়েছে। রাজনৈতিক দলে যোগ দেওয়া অথবা প্রার্থী হওয়ার প্রশ্নে বিচারপতি বলেন, ‘‘যদি আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিই, তারা যদি আমাকে টিকিট দেয়, আমি বিবেচনা করে দেখব।’’ বাকিটা আজ বলবেন ‘ভগবান’!
Be First to Comment