অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: গোষ্ঠীদ্বন্দের কারণেই গত নির্বাচনে কয়েকটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস খারাপ ফল করেছে বলে উল্লেখ করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট জমা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
সূত্রের খবর, বালুরঘাট, বিষ্ণুপুর, পুরুলিয়ার মত কেন্দ্রগুলিতে এই ঘটনা ঘটায় আসনগুলি দলের হাতছাড়া হয়েছে বলে অভিষেক জানিয়েছেন রিপোর্টে। দলের কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাবেই কলকাতা-সহ রাজ্যের অনেক জায়গায় দলের প্রার্থীরা কম ভোট পেয়েছেন বলেও তিনি রিপোর্টে উল্লেখ করেছেন।
নিজের স্বার্থে দলকে ভাঙিয়ে একজন সমস্যা তৈরি করবে, তার জন্যে সংগঠনকে সেই ফল ভোগ করতে হবে, এটা কোনভাবেই মেনে নেওয়া যাবে না বলে তিনি জানিয়েছেন। কিছু কর্মী সরাসরি দুর্নীতিতে যুক্ত হয়ে যাওয়ায় দলের সুনাম নষ্ট হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। এই নিয়ে তিনি বেশ কিছু সাংগঠনিক জেলার কর্মীর নাম উল্লেখ করেছেন বলেও সূত্রের খবর। প্রতিটি বুথের ফলাফলের উপরে ভিত্তি করে তৈরি দলের প্রধানকে পাঠানো রিপোর্টে এই কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এই কথা মাথায় রেখে উপনির্বাচন পর্ব মিটলেই দলের বিভিন্ন স্তরে রদবদল করা হবে বলে সূত্রের খবর।
Be First to Comment