অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: সোমবার সকাল থেকেই আকাশ পরিষ্কার। রোদ অনুভূত হবে। এ দিন মেঘ থাকবে না, বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। কলকাতা-সহ রাজ্যের সর্বত্র মূলত শুকনো আবহাওয়া থাকবে বলেই জানিয়েছেন আবহবিদেরা।
কয়েক দিন আগেও মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা অস্বস্তিতে ফেলেছিল বঙ্গবাসীকে। তবে, আপাতত অকালবর্ষণের মেঘ কেটে গিয়েছে বঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এদিন জেলায় বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। বিকেলের দিকে আকাশ পরিষ্কার থাকবে। রাতের দিকেও আকাশ পরিষ্কার থাকবে, মেঘ থাকবে না, বৃষ্টির পূর্বাভাস নেই।
তবে এ বার ধীরে ধীরে গরম বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শেষ কয়েক দিনে ফের এক বার শীত শীত ভাব অনুভূত হচ্ছিল সকালের দিকে। সেই অনুভূতিও এ বার বিদায় নিতে চলেছে। আজ বাড়তে পারে গরম। আগামী কয়েক দিনে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধারাবাহিক ভাবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। আগামী বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা আবার কিছুটা বদলাতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
আবহবিদদের মতে, রবিবারের পর ফের তাপমাত্রা চড়বে। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। চলতি সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।
Be First to Comment