অনলাইন কোলফিল্ড টাইমস: শুক্রবার দিনভর দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সাক্ষী হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। এমন পরিস্থিতি আর ক’দিন?
আজ সন্ধের পরেও অঝোরে বৃষ্টি ঝরছে কলকাতায়। এরই মধ্যে স্বস্তির খবর, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে কমতে পারে। তবে বৃষ্টি পুরোপুরি বিরতি নিচ্ছে না। আগামী ছ’দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে টুকটাক বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে এমনটা হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আবহাওয়া দফতরের মতে, শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছিল। এই জেলাগুলিতে কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। এর পাশাপাশি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে জারি করা হয় ‘লাল’ সতর্কতা, যেখানে বৃষ্টির পরিমাণ ছিল আরও বেশি। এই অঞ্চলে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, জলমগ্ন হয়ে গেছে একাধিক এলাকা।
শনিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যান্য জেলাগুলিতে আবহাওয়ার তেমন কোনও বিশেষ সতর্কতা নেই। তবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ছ’দিন ধরে কমবেশি হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
কালীপুজো পর্যন্ত (৩১ অক্টোবর,২০২৪) দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুজোর সময় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও পুজোর আনন্দে বৃষ্টির বাধা হয়ে দাঁড়ানোর আশঙ্কা নেই বললেই চলে। অন্য দিকে, উত্তরের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, সেখানে আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
Be First to Comment