আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস কী বলছে। প্রতীকী ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: বুধবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। তবে তাপমাত্রা সামান্য় হলেও নিম্নমুখী আগের ক’দিনের তুলনায়। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী তিন দিন রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এই দিনগুলিতে সকালের দিকে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়া মনোরম থাকবে। যত বেলা বাড়বে, তত গরম লাগবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী তিন দিনে রাতের দিকের তাপমাত্রা দু’ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এই আবহাওয়া বেশি দিন স্থায়ী হবে না। তিন দিন পর রাজ্য জুড়ে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশে থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।
ও দিকে ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেটির প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত ওড়িশায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। আর বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং সিকিমে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। তবে আজ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, এ বার গরমকালের সর্বোচ্চ তাপমাত্রা মার্চ থেকে মে মাস পর্যন্ত স্বাভাবিকের থেকে বেশি হবে। তিন মাসের এই সময়সীমার মধ্য়ে গরমকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে।
Be First to Comment