অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: বৃহস্পতিবার দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি। তবে, সন্ধ্যার পর আচমকা বৃষ্টি নামল জেলায় জেলায়। রাত ১২টা নাগাদ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আর ঝোড়ো হাওয়া, মিমেষে বদলে গেল আবহাওয়া…মিলল স্বস্তি!
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আচমকা বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ। কোথাও সঙ্গে ঝোড়ো হাওয়া। শুক্রবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের আগে-পরে টানা বৃষ্টি দেখেছিল রাজ্য। কিন্তু রেমাল বিদায় নিতেই ভ্যাপসা গরমে চরম ভোগান্তি। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বৃষ্টি নামায় নাজেহাল পরিস্থিতি থেকে মিলেছে মুক্তি। কেটেছে অস্বস্তি ভাব।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এর পর শুক্র এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। শনিবার দক্ষিণবঙ্গের ৯ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। ওই দিন দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভাবে। তবে সব জায়গায় নয়। আগামী রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে ওই দু’দিনই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে দু’দিনই হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলার কিছু অংশে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এ দিকে হাওয়া অফিস জানিয়েছে, কেরলে ঢুকেছে বর্ষা। উত্তর-পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। বৃহস্পতিবার নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মেঘালয়, অসমের বেশির ভাগ অংশে ঢুকে পড়ছে বর্ষা। আগামী দু’-তিন দিনে তা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে প্রবেশ করতে পারে। সেই উপযোগী পরিস্থিতি তৈরি হয়েছে।



Be First to Comment