অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: ঘূর্ণিঝড় রেমাল বিদায় নিতেই ফিরেছে ভ্যাপসা গরম। মঙ্গলবার ঘেমেনেয়ে একাকার বঙ্গবাসী। এই পরিস্থিতি কাটিয়ে বঙ্গে কবে আসছে বৃষ্টি?
স্বস্তি দিয়ে হাওয়া অফিস জানিয়েছে, এই গরম বেশিদিন চলবে না। রাজ্যের বিভিন্ন এলাকায় আবারও বৃষ্টির ইনিংস শুরু হতে চলেছে। ১ জুন অর্থাৎ শনিবার রাজ্যে রয়েছে শেষ দফার ভোটগ্রহণ, আর সেই দিন থেকেই বাংলায় বৃষ্টি শুরু হবে বহু এলাকায়। শনিবার থেকে পর পর চার দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়।
শনিবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পরের দিনেও একই ধরনের সম্ভাবনা রয়েছে। এই দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পরের দিনেও একই ধরনের সম্ভাবনা রয়েছে।

এর আগে বৃহস্পতি ও শুক্রবারেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বৃহস্পতিবার অর্থাৎ (৩০ মে) বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মু্র্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এই জেলাগুলির সব জায়গায় বৃষ্টি হবে না। শুক্রবার (৩১ মে) দক্ষিণের ওই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলায় হতে পারে হালকা বৃষ্টি।
ও দিকে, ঘূর্ণিঝড় রেমাল উত্তরের দিকে সরে উত্তর পূর্বের বহু রাজ্যে ভয়াবহ প্রভাব ফেলেছে। এদিকে এই সাইক্লোনের প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। আবহাওয়ার পূর্বাভাস বলছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে শনি ও রবিবার বর্ষণের পূর্বাভাস রয়েছে।



Be First to Comment