অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: বৃহস্পতিবার পর্যন্ত বর্ষণের পূর্বাভাস। একই সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে বইতে পারে হাওয়া। শুক্রবার (২২ মার্চ) থেকে কমতে পারে বৃষ্টি।
হাওয়া অফিসের মতে, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরেকটি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। সেইসঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। সবমিলিয়ে বুধবার এবং বৃহস্পতিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
মঙ্গলবার রাত ১২ টা ৩০ মিনিট কলকাতার বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ রকম বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে কলকাতা ছাড়াও হুগলি ও উত্তর ২৪ পরগনাতেও।
এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। আজ রাত থেকে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে।
বৃষ্টির কারণে কলকাতায় সামান্য নেমেছে পারদ। আবারও এক বার শীত-শীত ভাব অনুভব করছেন কলকাতাবাসী। আগামী দু’দিনে কলকাতার তাপমাত্রা কিছুটা কমবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি নীচে। অন্য দিকে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নীচে।
Be First to Comment