অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: একদিকে যখন দক্ষিণবঙ্গের মানুষের হাল চাতকের মতো, অন্য দিকে তখন প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গে।
টানা বর্ষার বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার ও কোচবিহারে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে তিস্তার জল আরও বেশি ফুলেফেঁপে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টির জেরে তিস্তা, জলঢাকা, সঙ্কোশ ও তোর্সা নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে। টানা বৃষ্টিতে আগামিদিনে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা বাড়তেই ডুয়ার্সের নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে। সিকিম থেকে দক্ষিণ দিকে প্রবাহিত সমস্ত নদীই বাংলায় প্রবেশ করেছে। সেই তালিকায় যেমন রয়েছে তিস্তা, তেমনই রয়েছে অজস্র ছোটবড় নদী। সিকিমে অবিশ্রাম বৃষ্টি শুরু হতে সেই নদীগুলির জলস্তর বাড়তে আরম্ভ করেছে। উত্তর সিকিমে চলছে অতি ভারী বৃষ্টি। সেই জল নদীখাত দিয়ে ঝড়ের বেগে নেমে আসছে সমতলে। ফলে প্লাবিত হওয়ার আশঙ্কা উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার।

এ দিকে, রবিবারের মধ্যে বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের কমলা সতর্কতা এবং বাঁকুড়া ও ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপাতত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিই ভরসা দক্ষিণবঙ্গের জন্য। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আকাশ মেঘলা হলে শনিবার থেকে একটু কমতে পারে গরম। তবে শুক্রবার পর্যন্ত রাজ্যের পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।



Be First to Comment