কলকাতা: শীতের বিদায় আসন্ন। এরই মধ্যে মঙ্গলবার থেকে টানা ৪ দিন বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়, ভিজবে কলকাতাও।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শীত বিদায় নেওয়ার আগে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহারের উপরে তৈরি ঘূর্ণাবর্ত থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে। এর ফলে, মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।
কোথায় কখন বৃষ্টি হতে পারে?
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি): দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হালকা বৃষ্টি হতে পারে। আছে বজ্রপাতের সম্ভাবনাও।
বুধবার (১৩ ফেব্রুয়ারি): বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি): বৃষ্টির পরিমাণ কমতে পারে, তবে কিছু জেলায় হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে শুক্রবার পর্যন্ত। কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
বাড়ছে তাপমাত্রা
বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেও। মালদহ ও দিনাজপুরে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টির পর শীত বিদায় নিতে পারে। রাতের তাপমাত্রা বাড়ল। আরও কিছুটা বেড়েছে তাপমাত্রা। কমবে শীতের আমেজ; আসবে উষ্ণতা। সকালে হালকা কুয়াশা থাকবে। পরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। কাল থেকে পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা। শুক্রবারের মধ্যে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।
কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৪ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৯ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
Be First to Comment