অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: সকাল থেকেই মুখ ভার আকাশের। ভোরের দিকে ছিল ঠান্ডা হাওয়ার শিরশিরানি। বৃহস্পতিবার রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
এ দিনেও ভোর এবং সকালের দিকে হালকা। ঠান্ডার শিরশিরানি বজায় ছিল। যদিও বেলা গড়ালে গরম অনুভূত হবে। আলিপুর আবহাওয়া দফতরের অনুমান, আগামী দিন পাঁচেক এমনই আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। দিন-রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে দক্ষিণবঙ্গের অন্য় জেলাগুলিতে চলতি সপ্তাহে বৃষ্টির কোও সম্ভাবনা নেই। আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের দু’টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর হাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলার বিক্ষিপ্ত এলাকা। শনিবার পর্যন্ত এই দুই জেলায় বৃষ্টি চলতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা উত্তর-পশ্চিমি হাওয়া বইবার সম্ভাবনা। হালকা-শীতল হাওয়ায় খুব সামান্য হলেও তাপমাত্রা নামবে। শুক্রবার থেকে বাড়বে কলকাতার তাপমাত্রা। সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরম। দিনভর পরিষ্কার থাকবে আকাশ। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার সেভাবে উল্লেখযোগ্য কোনো বদল নেই।
Be First to Comment