অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: শেষ কয়েক দিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি দেখছে দক্ষিণবঙ্গ। সঙ্গে দমকা হাওয়া। বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলার আবহাওয়া শুকনো থাকলেও ভিজতে পারে তিনটি জেলার কয়েকটি অংশ।
আলিপুর আবহাওয়া দফতর তাদের পূর্বাভাসে জানিয়েছে, এ দিন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার আবহাওয়া শুকনো থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকা।
ক’দিন ধরে মেঘলা আকাশ এবং বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ যথারীতি ঊর্ধ্বমুখী। তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা খুব বেশি বাড়বে না। চলতি সপ্তাহে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি ছুঁতে পারে। তবে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়াতে ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। এই মুহূর্তে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে গরমও ক্রমশ বাড়বে। দিনে ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই কম থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিসর। বৃষ্টিপাতের পূর্বাভাস আছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাকি তিন জেলায় দমকা হাওয়া থাকলেও হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
Be First to Comment