স্বস্তির স্নান। ছবি: রাজীব বসু
অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: গত কয়েক দিনের টানা গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। গরমের তীব্রতায় ছোটবড় সবাই নাজেহাল। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের চলবে। এরই মধ্যে ‘লু’ বইবার সম্ভাবনার কথাও জানাচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যে জানিয়েছে, অস্বস্তিকর গরম থাকবে সব জেলায়। আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও দু’-চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এর পর, বৃহস্পতিবারেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ওই জেলাগুলিতে তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি।
বাকি সব জেলাতেও আবহাওয়া থাকবে অস্বস্তিকর। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে শনিবার পর্যন্ত। বেশ কিছু এলাকায় ‘লু’ বইবার সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যে বাঁকুড়া, পানাগড়-সহ বিভিন্ন জায়গায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।
তবে,সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বাড়বে তাপমাত্রা। তাপমাত্রার পারদ হুহু বাড়ার পাশাপাশি চলবে তাপপ্রবাহ। আকাশ আংশিক মেঘলা থাকলেও চলতে সপ্তাহের শেষ ছাড়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে এখনই গরমের হাত থেকে রেহাই নেই সাধারণ মানুষের। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়বে।




Be First to Comment