অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট বাংলার ৯টি কেন্দ্রে। সকাল থেকেই বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর আসছে।
এ দিন ভোট নেওয়া হচ্ছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রে। বেশ কিছু জায়গায় এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ তুলেছে বিরোধীরা। সকাল সকাল কুলতলিতে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। ইভিএম জলে ফেলে দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।
বিশেষ করে সন্দেশখালি এবং ভাঙড়ের মতো জায়গায় রাজনৈতিক উত্তাপ অব্যাহত। এরই মধ্যে নজর কাড়ছেন ডায়মন্ড হারবার এবং যাদবপুরে সিপিএমের দুই তরুণ প্রার্থী।

ঘটনায় প্রকাশ, যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত হিমছি প্রাইমারি স্কুলে ১৫৩, ১৫৪, ১৫৫ ও ১৫৬ নম্বর বুথের বাইরে উত্তেজনা। সিপিএম প্রার্থীর এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগে গন্ডগোল বাঁধে। সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য থামাতে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়।
এ দিকে, ভুয়ো ভোটারকে তাড়া করে ধরে ফেলেন ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান। প্রতিকুরের অভিযোগ ওই ব্যক্তি এসেছিলেন ফলস ভোট দিতে। তখনই হাতেনাতে ধরা পড়ে যায় সে। বাম প্রার্থীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঊর্ধ্বশ্বাসে ছুট লাগান সেই ব্যক্তি।



Be First to Comment