Press "Enter" to skip to content

আজ শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা

পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। প্রতীকী ছবি

কলকাতা: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা। পরিবর্তিত সূচি অনুযায়ী, সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

এ বছর প্রায় ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। গত বছর যা ছিল ৮ লক্ষ ৫৩ হাজার। গত বছরের তুলনায় এই বছর কমেছে পরীক্ষার্থীর সংখ‍্যা।

এ বছর মোট ২ হাজার ৩৪১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। সংসদ জানিয়েছে, এগুলির মধ্যে ১৭৬টি কেন্দ্র স্পর্শকাতর। এই কারণে পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর, রেডিও ফ্রিকুয়েন্সি ডিটেক্টর সহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। সেইসঙ্গে বিশেষ কিছু নিয়ম লাগু করা হয়েছে এই পরীক্ষাকে কেন্দ্র করে।

এক নজরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিশেষ কিছু নিয়মবিধি:

*পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ।

*ভেনু সুপারভাইজার এর ঘরেও সিসিটিভি থাকবে।

*প্রতিটি ঘরে ২ জন করে গার্ড দেবেন।

*২৫ জন করে ছাত্র পিছু একজন করে পরীক্ষক থাকবেন ঘরে।

*সব প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর বা ক্রমিক সংখ্যা থাকবে। এই সিরিয়াল নম্বর ব্যবহার করা হবে ‘ইউনিক কিউআর কোড’-এর মাধ্যমে। এতে কোনও একটি প্রশ্ন পত্র সম্পর্কে সংসদের কাছে পুরো তথ্য থাকবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর: ০৩৩ ২৩৩৭ ০৭৯২ এই নম্বরে যে কেউ ফোন করে তাদের সমস্যা বলতে পারেন।

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *