অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: এ বারে রামনবমীর সরকারি ছুটি মিলবে পশ্চিমবঙ্গেও। বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা নবান্নের।
এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। চলতি বছর রামনবমী উদ্যাপিত হবে আগামী ১৭ এপ্রিল। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানে ছুটি থাকবে।
কর্মীদের জন্য় ছুটি ঘোষণা করা হল। এতদিন এ রাজ্যে রাম নবমীতে সরকারি কর্মীদের কোনও ছুটি থাকত না। এই প্রথম, এনআই অ্যাক্ট অনুসারে, রাম নবমীতে সরকারি ছুটি ঘোষণা করল নবান্ন।
নতুন করে বলার নয়, সাম্প্রতিক অতীতে রামনবমীর দিন রাজ্যের কিছু এলাকায় উত্তজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। ভাঙচুর, ইটবৃষ্টি, গাড়িতে আগুন লাগানো-সহ হিংসার ঘটনা ঘটেছিল। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল।
অন্য দিকে, লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের রাম নবমীর ছুটি ঘোষণার নেপথ্যে অনেকেই রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন।
Be First to Comment