অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: আবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। আজ, শুক্রবার ও আগামীকাল, শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।
শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি। এ দিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে দক্ষিণের সব জেলাতেই। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

শনিবারেও ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। রবিবারও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়ায় বৃষ্টি হবে।
ও দিকে উত্তরবঙ্গেও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।




Be First to Comment