শীতের সকাল। ছবি: রাজীব বসু
কলকাতা: বৃষ্টির পাট চুকেছে আপাতত। শনি ও রবিবার দু’দিনের জন্য শুরু শীতের সংক্ষিপ্ত সফর। তবে সোমবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পেরনোর ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন রাজ্যের আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। শনি ও রবিবার কমতে পারে তাপমাত্রা। এই দু’দিনে দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি করে নামতে পারে। তারপরে তিন দিনে ফের ২-৪ ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, ১২ থেকে ১৩ ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৮ ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার পারদ। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ এবং আগামীকাল রাতের তাপমাত্রা ২ ডিগ্রি করে নামতে পারে। এরপর ৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে।
এরই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জানানো হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের পাহাড়ি এলাকায় কিছুটা বৃষ্টি হতে পারে।
Be First to Comment