অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: বৃহস্পতিবার প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে পাম অ্যাভিনিউয়ে পৌঁছলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন সকালে নিজের বাসভবনে প্রয়াত হয়েছেন বুদ্ধবাবু। এই ঘটনায় এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে শোকপ্রকাশ করে মমতা লেখেন, ‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি।’
তিনি আরও লেখেন, ‘এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

পাম অ্যাভিনিউয়ে পৌঁছে বুদ্ধ-তনয় সুচেতনকে পাশে নিয়ে মমতা বলেন, “আজ সরকারি ছুটি ঘোষণা করেছি। আগামিকাল রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে আমরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে চাই। তিনি দীর্ঘ দিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, একাধিক দফতরের দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যু রাজ্যের পক্ষে বড় ক্ষতি।”




Be First to Comment