দুর্গাপুর সিটি সেন্টার বাস টার্মিনাসের অনুষ্ঠানে। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এসবিএসটিসির নতুন ১৫টি পরিবেশ বান্ধব সিএনজি বাস ভার্চুয়ালি উদ্বোধন করলেন।
এই উপলক্ষে বুধবার বিকেলে দুর্গাপুর সিটি সেন্টার বাস টার্মিনাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী, দুর্গাপুর পুরনিগমের প্রশাসক মণ্ডলী চেয়ারপার্সেন বা পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) সিইও আকাঙ্ক্ষা ভাস্কর, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়-সহ অন্যরা।
জেলাশাসক বলেন, এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে দুর্গাপুরে ভার্চুয়াল ১৫টি নতুন সিএনজি বাস ও দক্ষিণবঙ্গে দুটি টার্মিনাসের উদ্বোধন করেছেন।
এই প্রসঙ্গে এসবিএসটিসির চেয়ারম্যান বলেন, এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গে দু’টি নতুন বাস টার্মিনাস ও ১৫টি আলাদা আলাদা রুটে ১৫টি নতুন পরিবেশ বান্ধব বাসের উদ্বোধন করেছেন। মুলত, এইসব বাস গ্রামের সঙ্গে শহরের সংযোগ বাড়াবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার গ্রামের মানুষেরা যাতে বিভিন্ন কাজে শহরে আসতে পারেন, তার জন্য এই ভাবনা।
তিনি আরও বলেন, দক্ষিণবঙ্গে আরও অনেক নতুন নতুন রুট বার করা হয়েছে। আগামী দিনে গুরুত্বের ভিত্তিতে আস্তে আস্তে এইসব রুটে সিএনজি বাস চালানো হবে। সিএনজি দক্ষিণবঙ্গের মানুষদের পরিষেবা দিতে প্রজেক্ট আনতে চলেছে। তার মধ্যে অন্যতম হল টাউন সার্ভিস। কিছু দিনের মধ্যে আসানসোলের কালিপাহাড়ি বাস টার্মিনাস থেকে আসানসোল, দুর্গাপুর, রানিগঞ্জ ও বার্নপুরের মধ্যে টাউন সার্ভিস বাস চালাবে।
প্রশ্ন ওঠে, এই মুহূর্তে এসবিএসটিসি কি লাভজনক অবস্থায় আছে, না ক্ষতিতে চলছে? এই প্রসঙ্গে সরাসরি কোনো উত্তর না দিয়ে চেয়ারম্যান বলেন, “সংস্থা লাভের জন্য বাস চালায় না। আমাদের উদ্দেশ্য পরিষেবা দেওয়া। তাতে লাভ বা ক্ষতি যখন যেমন হতে পারে।”
Be First to Comment