Press "Enter" to skip to content

‘দল পাল্টালে পশুরও অধম’, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ভোট চাইবার ফর্ম’

অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: সামনে লোকসভা ভোট। প্রকাশ্যে আসছে প্রার্থীতালিকা। তারই সঙ্গে চলছে দলবদলও। আজ যিনি এক পার্টিতে রয়েছেন, কাল তিনি অন্য পার্টিতে গিয়ে ঝান্ডা বদলে নিচ্ছেন। সাধারণ ভোটারের কথা তাঁরা ধর্তব্যের মধ্যে রাখছেন না বলেই ধারণা। এমন আবহে, দলবদলুদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ভোট চাইবার ফর্ম’।

এই ফর্মের মূল শর্ত‌টি হল- “ভোট প্রচারে এলে প্রার্থী এটা ফিল আপ করবেন, নইলে ভোট পাবেন না।”

দু’টি অংশ রয়েছে এই ফর্মের। একটি স্বীকারোক্তিতে রয়েছে তারিখ ও স্থান-সহ প্রার্থীর সাক্ষরের জায়গা। অন্য অংশে তারিখ ও স্থান-সহ ভোটারের সাক্ষরের জায়গা।

প্রার্থীর স্বীকারোক্তিতে বলা হয়েছে, ” এই ফর্মে এই মর্মে সই করলাম যে, আপনাদের ভোটে জেতার পর আমি যদি দল পাল্টাই আগামী পাঁচ বছরে, তা হলে আমি পশুরও অধম এবং আমার নামে কোনো পশু পুষলে আমার কোনো আপত্তি নেই।”

আর ভোটারের স্বীকারোক্তি- “এই মুহূর্তে আমরা আশা করি না আপনারা ভোটে জিতে আমাদের জন্য কিছু করবেন, তবে এইটুকু যেন আশা করি, জেতার পর পালটি খেয়ে আপনি আমাদের ভোটের অপমান করবেন না।”

সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ছবি

বলে রাখা ভালো, বাংলায় টাইপ করা এই ফর্মটি সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া গিয়েছে। অনলাইন কোলফিল্ড টাইমস এর উৎস, উদ্দেশ্য অথবা সত্যতা যাচাই করার সুযোগ পায়নি।

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *