অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: সোমবার বিধানসভায় দলের পরিষদীয় বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ওই বৈঠকে তিনি বলেন, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল একাই লড়বে এবং দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরবে।
মমতা জোর দিয়ে বলেছেন, তৃণমূলের বিজয় নিশ্চিত এবং তাদের অন্য কোনো দলের সাহায্যের প্রয়োজন নেই।
নির্ধারিত সময়ে ভোট হলে আগামী বছর এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এখনও নির্বাচনে এক বছরের বেশি সময় বাকি থাকলেও তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

সোমবার তৃণমূল পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের উদ্দেশ্যে বলেন, ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল দুই-তৃতীয়াংশ আসন নিয়ে চতুর্থ বারের জন্য সরকার গঠন করবে। তিনি বিধায়কদের নির্বাচনী প্রস্তুতির দিকেও নজর দিতে বলেন।
গত কয়েক মাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক ও সংগঠনিক পর্যায়ে বেশ কিছু সক্রিয় ভূমিকা রেখেছেন, যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি বিধানসভা নির্বাচনের লক্ষ্যে পুরোদমে প্রস্তুতি শুরু করেছেন। লোকসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল নেতারা বলে আসছিলেন যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ২৫০টির বেশি আসন নিয়ে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। তবে এবার মমতা সরাসরি পরিষদীয় দলের বৈঠকে এই দাবি করেছেন।




Be First to Comment