সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: তৃণমূল নেত্রী এবং অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন। গতকাল (রবিবার) ব্রিগেডের জনগর্জন সভা থেকে বাংলার ৪২ আসনে প্রার্থীতালিকা প্রকাশ করেছে তৃণমূল। এর পরই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে নিজের ইস্তফাপত্র পাঠান সায়ন্তিকা। তাঁকে দল টিকিট দেয়নি যেমন সত্যি, তেমনই তিনি ইস্তফা পাঠিয়েছেন, সেটাও সত্যি, কিন্তু টিকিট না পাওয়ার জন্যেই যে তিনি দল ছেড়েছেন সেটা নেহাতই চর্চার বিষয়!
বলে রাখা ভালো, ২০২১ সালের রাজ্য বিধানসভা ভোটে সায়ন্তিকাকে প্রার্থী করেছিল তৃণমূল। তিনি বাঁকুড়ার বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়ে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। যদিও ভোটে হারলেও রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রাখেননি। বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়া জেলাতেও সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে তাঁকে সক্রিয় ভাবে অংশ নিতে দেখা যায়। তাঁকে দলের রাজ্য সম্পাদকের দায়িত্বও দিয়েছিল তৃণমূল। কিন্তু আচমকা তাঁর ইস্তফা দেওয়ার ঘটনায় জল্পনা ছড়িয়েছে।
ইস্তফাপত্রে সায়ন্তিকা লেখেন, ‘‘আমি গত ৩ বছর ধরে দলের সামগ্রিক রাজনৈতিক-প্রতিবাদী এবং উন্নয়ন কর্মসূচির সঙ্গে জড়িত ছিলাম। দলের সুনির্দিষ্ট আদর্শ অনুসরণ করে সমস্ত কর্মসূচিতে সক্রিয় ভাবে আংশগ্রহণ করেছি। এই পর্যায়ে, আমি দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি। এই সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত।’’
দলীয় সূত্রে খবর, বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাওয়ার আশা করে ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকে হেরে যান সায়ন্তিকা। তবে এবার লোকসভা নির্বাচনে টিকিট পাবেন বলে ভেবেছিলেন। কিন্তু সেই আশা ও ভাবনা বাস্তবায়িত হয়নি। যে কারণে, ব্রিগেডের সভা সমাপ্তি ঘোষণার আগেই তিনি না কি মঞ্চ থেকে নেমে যান। আর তারপরই দলীয় পদ ছাড়লেন সায়ন্তিকা।
প্রসঙ্গত, বাঁকুড়া আসনের জন্য বেছে নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অরূপ চক্রবর্তীকে। বাঁকুড়ার পর্যবেক্ষক করে রাখা হয়েছিল সায়ন্তিকাকে। এরই মধ্যে “একান্তই ব্যক্তিগত” কারণে সরে দাঁড়ালেন তিনি।
Be First to Comment