রবিবার ব্রিগেডের জনগর্জন সভামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়
অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকেই ৪২ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের। এ দিনের মঞ্চে বক্তৃতা করার শুরুতেই এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, “আজ আমার বক্তৃতার পর আপনারা একটা নতুন জিনিস দেখবেন। ৪২ জন লোকসভা প্রার্থীকে নিয়ে র্যাম্পে হাঁটব। এ জিনিস আগে কখনও আপনারা দেখেননি।”
শনিবার আচমকা ইস্তফা দিয়েছেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “প্রাক্তন নির্বাচন কমিশনার অরুণ গোয়েলকে স্যালুট জানাই এই মঞ্চ থেকে। কারণ উনি বাংলার উপর হওয়া ভোট নিয়ে অবিচার মেনে নিতে পারেননি।”
৪২ আসনে তৃণমূল প্রার্থীর নাম
১. কোচবিহার- জগদীশ চন্দ্র বাসুনিয়া
২. আলিপুরদুয়ার-প্রকাশ চিক বরাইক
৩. জলপাইগুড়ি-নির্মলচন্দ্র রায়
৪. দার্জিলিং- গোপাল লামা
৫. রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী
৬. বালুরঘাট- বিপ্লব মিত্র
৭. মালদহ উত্তর- প্রসূণ ব্যানার্জি
৮. মালদহ দক্ষিণ- শাহনাওয়াজ আলি রাহান।
৯. বহরমপুর- ইউসুফ পাঠান
১০. জঙ্গিপুর- খলিলুর রহমান
১১. মুর্শিদাবাদ- আবুতাহের খান
১২. কৃষ্ণনগর- মহুয়া মৈত্র
১৩. রানাঘাট- মুকুটমণি অধিকারী
১৪. বনগাঁ- বিশ্বজিৎ দাস
১৫. ব্যারাকপুর- পার্থ ভৌমিক
১৬. বারাসত- কাকলি ঘোষ দস্তিদার
১৭. বসিরহাট- হাজি নুরুল ইসলাম
১৮. জয়নগর- প্রতিমা মণ্ডল
১৯. মথুরাপুর- বাপী হালদার
২০. দমদম- সৌগত রায়
২১. ডায়মন্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়
২২. যাদবপুর- সায়নী ঘোষ
২৩. কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
২৪. কলকাতা দক্ষিণ- মালা রায়
২৫. হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়
২৬. উলুবেড়িয়া- সাজদা হোসেন
২৭. হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়
২৮. শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
২৯. আরামবাগ-মিতালী বাগ
৩০. তমলুক- দেবাংশু ভট্টাচার্য
৩১. কাঁথি- উত্তম বারিক
৩২. ঘাটাল- দীপক অধিকারী (দেব)
৩৩. ঝাড়গ্রাম- পদ্মশ্রী কালীপদ সোরেন
৩৪. মেদিনীপুর- জুন মালিয়া
৩৫. পুরুলিয়া-শান্তিরাম মাহাত
৩৬. বাঁকুড়া- অরূপ চক্রবর্তী
৩৭. বর্ধমান পূর্ব- শর্মিলা সরকার
৩৮. বর্ধমান- দুর্গাপুর- কীর্তি আজাদ
৩৯. আসানসোল- শত্রুঘ্ন সিনহা
৪০. বীরভূমে- শতাব্দী রায়
৪১. বোলপুর-অসিত মাল
৪২. বিষ্ণুপুর- সুজাতা মণ্ডল খাঁ
Be First to Comment