অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: মঙ্গলবার দেশে লোকসভা নির্বাচনের গণনা। বাংলার ৪২টি আসনেও গণনা একইসঙ্গে। তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। চলছে কড়া নজরদারি।
আজ রাজ্যের ৪২টি আসনের গণনা হচ্ছে মোট ৫৫টি গণনাকেন্দ্রে। মোট ৫০৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে গণনার গড় রাউন্ড ১৭। এর মধ্যে সবচেয়ে বেশি গণনা হবে ২৩ রাউন্ড। আর সবচেয়ে কম ভোট গণনার রাউন্ড ৯।
গণনা কেন্দ্রগুলিকে ত্রিস্তরীয় নিরাপত্তায় চারদিক মুড়ে ফেলা হয়েছে। গণনা কেন্দ্রের ভিতরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, বাইরে মোতায়েন রাজ্য পুলিশ। সিসি ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। নির্বাচনের কাজে যুক্ত কর্মী ও আধিকারিক ছাড়া সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাজ্যের প্রতিটি গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। প্রথম স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। দ্বিতীয় স্তরে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। শেষ স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকছেন স্থানীয় থানার পুলিশ আধিকারিকেরা।
ভোট গণনা পর্বের প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। কমিশন সূত্রে খবর, সব মিলিয়ে ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। সব শেষে হবে ইভিএম গণনা।



Be First to Comment