অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় দু’ঘণ্টা বৈঠকের পর আমরণ অনশন প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলায় অনশন মঞ্চে ফিরে এসে তাঁরা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় অনশন চালাচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা, আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচার ছাড়াও তাঁদের মূল দাবিগুলির মধ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার দাবি ছিল অন্যতম।
আন্দোলনকারীরা জানান, নবান্নে বৈঠকে প্রশাসনের শরীরী ভাষা তাঁদের সন্তুষ্ট করতে পারেনি। তবে, তাঁরা বলেন যে, আরজি করের নির্যাতিতা চিকিৎসকেরা তাঁদের বাবা-মায়ের পরামর্শেই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
সেই সঙ্গে, জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে মঙ্গলবার ডাকা সর্বাত্মক ধর্মঘটও তুলে নেওয়া হয়েছে বলে জানান তাঁরা। তবে, আন্দোলন এখানেই শেষ হয়ে যায়নি। আগামী শনিবার আরজি কর মেডিক্যাল কলেজে একটি মহা কনভেনশন অনুষ্ঠিত হবে, যেখানে আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে।
আন্দোলনকারীরা সাধারণ মানুষের সমর্থন নিয়ে সন্তুষ্ট। তাঁদের আশা, অনশন প্রত্যাহার করা হলেও আন্দোলনে সাধারণ মানুষ পাশে থাকবেন এবং তাঁদের দাবিদাওয়া পূরণের লক্ষ্যে এই লড়াই এগিয়ে যাবে।
Be First to Comment