তাপস রায়। সংগৃহীত ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: আগামী সপ্তাহের মধ্যেই তৃণমূল ত্যাগ করছেন বরানগরের বিধায়ক তাপস রায়। রবিবার রাজ্য-রাজনীতিতে ছড়িয়েছে এমনই জল্পনা। সেই জল্পনা নিয়ে কী বললেন তিনি?
সম্প্রতি তাঁর বাড়িতে ইডি গিয়েছে। এই পিছনে ‘ষড়যন্ত্র’ আছে বলেই অভিযোগ করেছিলেন তাপস রায়। সেই ষড়যন্ত্রের পিছনে বর্ষিয়ান তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে ইঙ্গিত করেছিলেন তাপস রায়। তাঁর কথায়, “উত্তর কলকাতায় প্রার্থী হিসেবে আমার নাম উঠে আসছে। আমি যাতে টিকিট না পাই, তাই আমার বাড়িতে ইডি ঢোকাচ্ছে। রাজ্যসভা, লোকসভা, রাজ্য মন্ত্রীসভার অন্তত ৪০ জন আমাকে এই কথা বলেছে।”
একই সঙ্গে তাঁর সংযোজন, “১২ তারিখ আমার বাড়িতে ইডি তল্লাশি চলছে। আর তখন উত্তর কলকাতায় স্বামীজির বাড়িতে তৃণমূল নেতানেত্রীরা উল্লাস করছিলেন। অনেক যুব নেতানেত্রীও ছিলেন। তবে হ্যাঁ, তাঁরা প্রতিবাদও জানিয়েছিলেন।”
আগামী ১০ মার্চ তৃণমূলের ব্রিগেড। এই সভার প্রস্তুতিতেও থাকতে চাইছেন না তাপর রায়। তাঁর ইচ্ছের কথা নেতৃত্বকে জানিয়েছেনও। দলেরই একটি সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের বিগ্রেড সভায় আসা কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। সেই ব্যবস্থার দায়িত্ব নিতে অস্বীকার করেছেন তাপস। এমন আবহে জল্পনা ছড়ায় তিনি তৃণমূল ছাড়তে চলেছেন।
রবিবার তাপস অবশ্য নিজেই জানিয়েছেন, “কে কী খবর বলছে, আমি জানি না। আমার দল পরিবর্তন অথবা অন্য কোনও কিছু নিয়েই আমি কিছু বলব না। যদি কখনও কিছু করি, সেটা সকলকে জানিয়েই করব। সাংবাদিক সম্মেলন করে জানাব। আমার কোনও কিছু লুকোনোর নেই।”
এমনিতে দলে অত্যন্ত সক্রিয় নেতা তাপস রায়। নিজের বিধানসভা এলাকাতেও যথেষ্ট সময় দিয়ে থাকেন। তাঁর বিধানসভা এলাকায় ঘনিষ্ঠদের কাছেও বিধায়কের দলবদলের কোনো খবর এখনও পর্যন্ত নেই বলে জানা গিয়েছে।
Be First to Comment