তাপস রায়। সংগৃহীত ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: সোমবার তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায়। প্রায় ২৩ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন তৃমমূলের সঙ্গে। তবে, তাঁর ইস্তফা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি বিধানসভার স্পিকার। তাঁকে বুধবার ডেকে পাঠানো হয়েছে। এরই মধ্যে জল্পনা, তৃণমূল ছাড়ার পর বিজেপিতে যোগ দিয়ে আসন্ন লোকসভা ভোটে প্রার্থী হতে চলেছেন তিনি। কোন কেন্দ্রে?
তাপস যে ঘাসফুল শিবিরে আর ফিরছেন না, তা একপ্রকার নিশ্চিত। তিনি নিজেই জানিয়েছেন, “রাজনৈতিক সিদ্ধান্ত অত ঠুনকো হয়না, এই নিলাম এই বদলালাম, আর আমি সেই চরিত্রেরও নই। আমি দৃঢ় চরিত্রের মানুষ, কঠোর কঠিন স্বভাবের মানুষ। সিদ্ধান্ত যখন নিয়েছি অনেক ঘটনার প্রেক্ষিতে নানান কারণের জন্য সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং বদলানোর জন্য তো সিদ্ধান্ত নিয়নি।”
এর পরই ছড়িয়েছে তাঁর দলবদল নিয়ে চমকপ্রদ সব কাহিনি। ইডি, সুদীপ বন্দ্যোপাধ্যায় ইত্যাদি নাম এখন জুড়ে গিয়েছে সেই সব কাহিনিতে। মঙ্গলবার সেই কাহিনিতে সর্বশেষ সংযোজন, এ বারের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হচ্ছেন তাপস রায়। আপাতত দু’টি কেন্দ্রের যে কোনো একটিতে তাঁর প্রার্থী হওয়ার জোরাল গুঞ্জন। একটি উত্তর কলকাতা, অন্যটি দমদম।
সূত্রে খবর, দমদমে বিজেপি প্রার্থী হচ্ছেন তাপস রায়। দমদম বিজেপির অত্যন্ত সম্ভাবনাময় একটি আসন। অন্তত বিজেপি অন্দরের রিপোর্ট সে কথা বলছে। গত ২০১৯ সালের লোকসভা ভোটে এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন শমীক ভট্টাচার্য। তিনি তৃণমূল প্রার্থী সৌগত রায়ের কাছে মাত্র ৫০ হাজারের মতো ভোটে হেরে যান। এ বার আর শমীকের প্রার্থী হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ, ক’দিন আগেই তাঁকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে বিজেপি।
অন্য় দিকে, উত্তর কলকাতায় সাংসদ এখন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধেই বোমা ফাটিয়ে দল ছাড়ছেন তাপস। ওই কেন্দ্রে গত বার বিজেপি প্রার্থী করেছিল রাহুল সিনহাকে। এ বারের গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে না, পুনরায় প্রার্থীপদে রাহুলের নাম বিবেচনাধীন রয়েছে!
Be First to Comment