কলকাতায় ক্যামাক স্ট্রিটে অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগদান করেন সুমন। ফাইল ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি-র চেয়ারম্যান হলেন সুমন কাঞ্জিলাল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হল আলিপুরদুয়ারের বিধায়ককে।
২০২১-এর ভোটে বিজেপির প্রতীকে জিতে আলিপুরদুয়ারের বিধায়ক হন সুমন। পরবর্তীতে তৃণমূলে যোগ দেন। লোকসভায় তৃণমূলের টিকিট পেয়ে কৃষ্ণ কল্যাণী বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় ওই পিএসি চেয়ারম্যান পদটি শূন্য হয়। সেই পদেই এলেন সুমন কাঞ্জিলাল।

বিধানসভা পিএসি একটি গুরুত্বপূর্ণ কমিটি। সাধারণত পিএসি চেয়ারম্যান পদে বিরোধী দলের কোনো প্রবীণ বিধায়ককে বসানো হয়। কিন্তু বার বার সেই প্রথা ভাঙতে দেখা গিয়েছে তৃণমূল সরকারকে। প্রথমে দলবদল করে পিএসি-র চেয়ারম্যান হন মানস ভুঁইয়া। তার পর সেই পদে বসেন মুকুল রায়। তিনি পদ ছাড়লে সেখানে বসেন আরেক দলবদলু কৃষ্ণ কল্যাণী। লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হওয়ার আগে আইন বাঁচাতে পিএসি-র চেয়ারম্যান পদে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন তিনি। এবার সেই পদে বসলেন বিজেপি থেকে তৃণমূলে যোগদানকারী বিধায়ক সুমন কাঞ্জিলাল।
অর্থাৎ, বারবার দেখা যাচ্ছে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ককেই এই পদে বসানো হচ্ছে। এ বারও তার ব্যতিক্রম হল না। এ বার পিএসি চেয়ারম্যান পদে বিজেপি থেকে তৃণমূলে আসা সুমনকে নিয়োগ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। গত ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হয়ে গেল আলিপুরদুয়ার লোকসভায়। ওই লোকসভার অধীন সুমনের বিধানসভা কেন্দ্র। ভোট পর্ব শেষ হলে মঙ্গলবার কলকাতায় এসেছেন আলিপুরদুয়ারে এই দলবদলু বিধায়ক। দায়িত্ব নেওয়ার পর দিনই তাঁকে নিজের কাজকর্ম বুঝে নিতে বৈঠক করতে হবে বলেই বিধানসভা সূত্রে খবর।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সুমন কাঞ্জিলাল। কলকাতায় ক্যামাক স্ট্রিটে অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, শুধুমাত্র বিধানসভার খাতায়-কলমেই তিনি বিজেপির লোক। কিন্তু বিধানসভার বাইরে তিনি পুরোদস্তুর তৃণমূল নেতা।




Be First to Comment