অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: রাজ্য জুড়ে সাইবার প্রতারণা বাড়তে থাকায় কড়া ব্যবস্থা নিল পশ্চিমবঙ্গ পুলিশ। ‘অপারেশন সাইবার শক্তি’ অভিযানে গত ১৫ দিনে ৪৬ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সিম কার্ড, ডেবিট ও ক্রেডিট কার্ড। পাশাপাশি, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ।
এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার জানিয়েছেন, আসানসোল, বীরভূম, দুর্গাপুর, চন্দননগর এবং পূর্ব বর্ধমান থেকে একাধিক প্রতারণার অভিযোগ জমা পড়েছিল। প্রতারকরা বিখ্যাত সংস্থার নাম ব্যবহার করে ভুয়ো চাকরি, বিনিয়োগ, গ্যাস সংযোগ, সেক্সটরশনের মতো অপরাধ করত।
তদন্তে উঠে এসেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ঝাড়খণ্ডের কুখ্যাত জামতাড়া গ্যাংয়ের সঙ্গে সরাসরি যুক্ত। তারা বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে প্রতারণার চক্র চালাত। প্রতারণার পর দ্রুত জায়গা বদলে ফেলত, যাতে ধরা না পড়ে।

সাইবার অপরাধ মোকাবিলা করতে রাজ্য পুলিশ ১০টি বিশেষ টিম গঠন করে। অভিযানের ফলে মাত্র ১৫ দিনের মধ্যেই ২৫০টিরও বেশি অভিযোগের ৯০ শতাংশ সমাধান করা সম্ভব হয়েছে।
এডিজি সুপ্রতীম সরকার জানিয়েছেন, ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। যদিও এখনও প্রতারণার মোট অর্থের হিসাব প্রকাশ করা হয়নি, তবে কয়েক কোটি টাকার প্রতারণা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। শিগগিরই প্রতারিতদের অর্থ ফেরানোর কাজ শুরু হবে।




Be First to Comment