টাস্ক ফোর্স টিম উত্তর কলকাতার একটি বাজারে। ছবি: রাজীব বসু
কোলফিল্ড টাইমস: পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষের উত্তেজনার মাঝেই রাজ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তা নিশ্চিত করতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই কালোবাজারি রুখতে সক্রিয় হয়েছে রাজ্য প্রশাসন।
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সোমবার কলকাতার একাধিক বাজারে পরিদর্শনে নামে সরকারের গঠিত টাস্ক ফোর্স। বাজারে পণ্য মজুত, পাইকারি ও খুচরো দামের পার্থক্য এবং সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখা হয়।

টাস্ক ফোর্স সূত্রে খবর, কোথাও অস্বাভাবিক মুনাফার চেষ্টা বা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখাই এই অভিযানগুলির মূল উদ্দেশ্য।

সরকারের তরফে স্পষ্ট বার্তা, কেউ বাজারে অশান্তি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রশাসনিক কর্তাদের সতর্ক করেছেন, যাতে সাধারণ মানুষ যাতে কোনওভাবেই সমস্যায় না পড়েন।



Be First to Comment