Press "Enter" to skip to content

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা: এক ধাক্কায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করল হাইকোর্ট

অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: লোকসভা ভোটের আবহে বড় ধাক্কা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিল ২৫,৭৫৩ জনের। ২০১৬ সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন এঁরা। একইসঙ্গে আদালতের নির্দেশ, প্যানেলের মেয়াদ শেষের পরে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের বেতন দিতে হবে।

এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করে দিল হাইকোর্ট। সোমবার রায় ঘোষণা করতে গিয়ে কলকাতা হাইকোর্ট জানাল, ২৫ হাজার ৭৫৩ জনের নিয়োগ বাতিল করা হচ্ছে। এছাড়াও আদালত জানাল, ‘মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয়’।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির বেঞ্চে গত ডিসেম্বর মাস থেকে এসএসসি-র মামলাগুলির শুনানি শুরু হয়েছিল। গত ২০ মার্চ শুনানি শেষ হয়। তার পর রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। এ দিন এসএসসি নিয়োগ মামলায় রায় ঘোষণা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। ২৮১ পৃষ্ঠার রায় পড়েন তিনি। রায়কে ভাগ করা হয়েছে বিভিন্ন অংশে।

বিচারপতি বসাক জানান, এসএসসি মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই। অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য সিবিআই মনে করলে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। আরও স্পষ্ট করে বললে, এই দুর্নীতির জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন হবে, তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই।

একই সঙ্গে বিচারপতির নির্দেশ, এসএসসি প্যানেলের মেয়াদ শেষের পরে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের বেতনও ফেরত দিতে হবে। কারণ, তাঁদের জনগণের টাকা থেকে বেতন দেওয়া হয়েছে। তাঁদের চার সপ্তাহের মধ্য়ে বেতন ফেরত দিতে হবে। বছরে ১২ শতাংশ সুদে টাকা ফেরত দিতে হবে। ছ’সপ্তাহের মধ্যে জেলা শাসকদের টাকা উদ্ধার করতে হবে।

এ ছাড়াও সমস্ত ওএমআর শিটের কপি আপলোড করার নির্দেশ দিয়েছে আদালত। উত্তরপত্র যাতে জনগণ যাতে দেখতে পান, সেই ব্যবস্থাও করতে হবে। সেই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে এসএসসি-কে । পর্যবেক্ষকদের মতে, ভোটের মধ্যে এই রায় নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা দিল রাজ্যকে।

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *