Press "Enter" to skip to content

মানভঞ্জন! বরানগরে বিজেপির সজল ঘোষের বিরুদ্ধে লড়বেন তৃণমূলের সায়ন্তিকা

অনলাইন কোলফিল্ড টাইমস , কলকাতা: লোকসভা ভোটের সঙ্গেই রাজ্যের দুই বিধানসভায় উপনির্বাচন। বরানগর এবং ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। শুক্রবার এই দুই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল।

দেশের লোকসভা ভোটের সূচি ঘোষণার সময় উপনির্বাচনের দিনক্ষণও জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। ১ জুন ভোট হবে বরানগরে এবং ৭ মে ভোট হবে ভগবানগোলা আসনে। অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করল শাসক তৃণমূল। বিধায়ক তাপস রায়ের ইস্তফার কারণে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। পাশাপাশি ইদ্রিস আলির মৃত্যুর কারণে বিধায়কশূন্য ভগবানগোলাতে রেয়াত হোসেন সরকারকে উপনির্বাচনের প্রার্থী করেছে রাজ্যের শাসক দল।

উল্লেখযোগ্য ভাবে, ২০২১ সালের বিধানসভা ভোটে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা। বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানার কাছে হেরে যান তিনি। তবে ভোটে হারলেও অভিনেত্রীকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। দলের রাজ্য সাধারণ সম্পাদকও করা হয়। তবে এ বারের লোকসভা ভোটে তাঁকে প্রার্থী না করায় তিনি অভিমানী হয়েছিলেন বলেও শোনা যায়। নিজের অভিমানের কথা সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন সায়ন্তিকা। তবে দল বা দলীয় কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নেননি তিনি। সম্প্রতি তৃণমূলের তরফ থেকে যে স্টার ক্যাম্পেনারের তালিকা প্রকাশ করা হয়, সেখানেও দেখা যায় সায়ন্তিকার নাম। তবে, উপনির্বাচনে তাঁকে প্রার্থী করায় জিতে বিধায়ক হতে পারলে তাঁর পরিষদীয় রাজনীতিতে যাওয়ার স্বপ্নও পূরণ হয়ে যাবে।

প্রসঙ্গত, ইতিমধ্যে বরানগর ও ভগবানগোলায় প্রার্থী হিসেবে যথাক্রমে সজল ঘোষ এবং ভাস্কর সরকারের নাম ঘোষণা করেছে বিজেপি। লোকসভা নির্বাচনের পাশাপাশি উপনির্বাচনে এই দুই কেন্দ্রেও নজর থাকবে।

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *